শনিবার, ১০ মে ২০২৫, ১১:৪২ অপরাহ্ন
করাঙ্গীনিউজ: ১৭ তম বাংলাদেশ জাতীয় উশু চ্যাম্পিয়নশিপ ২০২২ খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে সান্দা ইভেন্ট ৭৫ কেজি ওজনে ফাইনাল ম্যাচে বাংলাদেশ সেনাবাহিনীর খেলোয়াড়ের সাথে লড়ে রানার্সআপ হয়েছেন হবিগঞ্জের গউছ মিয়া। সে হবিগঞ্জের প্রজন্ম উশু সান্দা ফাইট ক্লাবের নিয়মিত খেলোয়াড়।
বাংলাদেশ উশু ফেডারেশনের আয়োজনে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ১৮ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত এই খেলা অনুষ্ঠিত হয়।
উশু কোচ বাবুল আহমেদ রুবেল বলেন ,আমাদের হবিগঞ্জ জেলার ছেলেরা আরো ভাল করতে পারবে যদি জেলা ক্রীড়া সংস্থার সভাপতি, সাধারণ সম্পাদক আমাদের উশু খেলার আগে কোন ক্যাম্প করার সুযোগ দেন। উশু একটি আন্তর্জাতিক খেলা। সব জেলায় উশু নিয়মিত চলছে অন্য খেলার মতো উশু খেলার দিকে একটু দৃষ্টি দিলে জেলার ছেলে মেয়েরা শুধু জাতীয় না আন্তর্জাতিক উশু খেলায় পদক আনতে পারবে।
এবার ১৭তম জাতীয় উশু চাম্পিয়ন শীপে অংশ গ্রহণ করে হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা ৮ সদস্য একটি দল ইনডোর স্টেডিয়াম অংশ নেয়।