মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০২:৪২ অপরাহ্ন
করাঙ্গীনিউজ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা পর্যায়ে ৫১তম স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালিন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ১৭ জানুয়ারী) বিকালে শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে দুইদিন ব্যাপী প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজো স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাজরাতুন নাঈম। জগদীশ তালুকদারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান ইমরান, মুক্তা আক্তার।
বক্তব্য রাখেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মজিবুর রহমান, থানার ওসি নাজমুল হক কামাল, প্রধান শিক্ষক হারুনুর রশিদ তালুকদার, আবিদুর রহমান, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতন প্রমুখ। পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।