করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

শ্রীমঙ্গলে সাজাপ্রাপ্ত আসামিসহ আটক ৪

  • সংবাদ প্রকাশের সময়: শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ ৪ জন গ্রেপ্তার হয়েছে।

শুক্রবার (১৩ জানুয়ারি) সকালে আটককৃতদের মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো: জাহাঙ্গীর হোসেন সরদার জানান, গতকাল ১১ বৃহস্পতিবার দিবাগত রাতে শ্রীমঙ্গল থানার এসআই মো: আনোয়ারুল ইসলাম পাঠানের নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার সিআর/১৯ শ্রীমঙ্গল থানার মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি শাহনেওয়াজ মোল্লা (৪৮), কে গ্রেপ্তার করেন।

এছাড়াও বুধবার রাতে শ্রীমঙ্গল থানার এসআই আমিনুল ইসলাম এর নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে জিআর ২৫৫/১৭ শ্রীমঙ্গল থানার এক বছরের সশ্রম কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামি মো: সৈয়দ মিয়া, কায়েছ মিয়া ও আব্দুল হামিকে গ্রেপ্তার করেন।

আটক আসামিদের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় আইনি ব্যবস্থা শেষে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ