মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১১:৩৯ পূর্বাহ্ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে।
সোমবার (৯ জানুয়ারি) রাতে শ্রীমঙ্গল থানার এসআই সুব্রত চন্দ্র দাস ও এএসআই মো: জামাল মিয়া অভিযান চালিয়ে শহরতলীর হবিগঞ্জ সড়কের লালবাগ সড়কের মুখ থেকে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি মো: অলি মিয়া (৩০) কে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃত মো: অলি মিয়া পৌর এলাকার নতুনবাজার এলাকার নাবালক গাজীর ছেলে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো: জাহাঙ্গীর হোসেন সরদার জানান, এক কেজি গাঁজাসহ আটক মাদক কারবারি অলি মিয়ার বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পরম মঙ্গলবার সকালে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।