করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

শ্রীমঙ্গলে ডিবির অভিযানে ইয়াবাসহ আটক ২

  • সংবাদ প্রকাশের সময়: শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ইয়াবাসহ দুইজন আটক হয়েছে। আটককৃরা হলেন, চিনু রায় (৪৩) ও মো: শাফাল মিয়া (৩৮)।
বৃহস্পতিবার  (৫ জানুয়ারি) রাতে জেলা গোয়েন্দা শাখার এসআই আজিজুর রহমান এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম শ্রীমঙ্গল পৌর এলাকার স্টেশন রোডের সোনার বাংলা রোডে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুইজনকে আটক করেন। আটককৃতরা হলেন, চিনু লাল রায় (৪৩), ও মো: শাফাল মিয়া (৩৮)। আটকের পর চিনু রায়ের পকেট থেকে ১৪পিছ ও শাফালের পকেট থেকে ২০পিছ সহ মোট ৩৪ পিছ ইয়াবা উদ্ধার করেন ডিবি সদস্যরা। ডিবি এসআই আজিজুর রহমান জানান, উদ্ধার করা মাদকের আনুমানিক বাজার মূল্য ১০ হাজার ২০০ টাকা। আসামিদের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের পর শুক্রবার সকালে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ