মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৫:৩১ অপরাহ্ন
করাঙ্গীনিউজ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ১১ নং ব্রাহ্মণডুরা ইউনিয়ন নির্বাচনে
ব্রাহ্মণডুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের ২ নং কক্ষে এক ঘন্টা বিলম্বে ভোট অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টায় ভোট শুরুর কথা থাকলেও ব্যালট মেশিনে ত্রুটি থাকায় যথাসময়ে ভোট গ্রহন শুরু হয়নি।
কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জাকির হোসেন বলেন, ব্যালট মেশিনে ত্রুটি থাকায় একটি কক্ষে সময়মত ভোট নেওয়া যায়নি। পরে নির্বাচন অফিসের টেকনিক্যালের লোকজন এসে মেশিন সচল করলে ভোট শুরু হয়।
উপজেলা নির্বাচন অফিসার মুহাম্মদ মনিরুজ্জামান বলেন, মেশিন হঠাৎ ত্রুটি দেখা দিলে ভোট গ্রহন বিলম্ব হয়েছে যতটুকু এইটুকু সময় পরবর্তীতে দেওয়া হবে।