মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৫:৫৬ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে স্থানীয় শহীদ দিবস উপলক্ষে শহীদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে মৌলভীবাজার পৌর শহিদ মিনারে ফুল দিয়ে ১৯৭১ সালের এই দিনে অনাকাঙ্খিত মাইন বিস্ফোরণে নিহত অর্ধশতাধিক মুক্তিযোদ্ধার প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেন করে মৌলভীবাজার জেলা পুলিশ।
শ্রদ্ধা নিবেদনকালে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসীন ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা যায়, ১৯৭১ সালের এই দিনে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে স্থাপনকৃত মুক্তিযোদ্ধা কোয়ার্টারে অনাকাঙ্ক্ষিত মাইন বিস্ফোরণে অর্ধ-শতাধিক মুক্তিযোদ্ধা শহীদ হন। পরে মুক্তিযোদ্ধাদের ছিন্নভিন্ন দেহ জড়ো করে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের দক্ষিণ-পূর্ব প্রান্তে সমাহিত করা হয়। এরপর থেকে প্রতিবছর মৌলভীবাজারবাসী ২০ ডিসেম্বর দিনটিকে স্থানীয়ভাবে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস হিসেবে পালন করে আসছেন।