সোমবার, ১২ মে ২০২৫, ০৮:০১ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারে জাতীয় শ্রমিক লীগের ৫৩ তম প্রতিষ্টা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার (১২ অক্টোবর দুপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা জাতীয় শ্রমিক লীগের আয়োজনে ৫৩ তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অুনষ্ঠিত হয়েছে।
জাতীয় শ্রমিক লীগ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি কাউন্সিলর আসাদ হোসেন মক্কু সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীগের সভাপতি নেছার আহমদ এম পি। সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মিছবাহুর রহমান, পৌর মেয়র জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফজলুর রহমান, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন, জেলা আওয়ামীলীগের সদস্য আকতারুজ্জামান প্রমুখ। শ্রমিক লীগের নেতৃবৃন্দ উপজেলা ও পৌর নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।