করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

সবাই নিজ নিজ অবস্থান থেকে আন্দোলন করবে

  • সংবাদ প্রকাশের সময়: শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২

করাঙ্গীনিউজ:
সরকার এবং শাসন ব্যবস্থার পরিবর্তনের জন্যই বিরোধী দলগুলো যুগপৎ আন্দোলনে যাচ্ছে বলে জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক এবং গণতন্ত্র মঞ্চের অন্যতম উদ্যোক্তা জোনায়েদ সাকি। বলেছেন, নির্বাচনের আগে রাজনৈতিক জোট হোক বা না হোক তা কোনো বিষয় না। দলগুলোর মধ্যে আলোচনা হচ্ছে, সরকার পতনে এবং পরবর্তীতে শাসন ব্যবস্থার পরিবর্তনের লক্ষ্য নিয়ে সবাই যার যার অবস্থান থেকে কাজ করবে।

তিনি বলেন, সার্বিক দিক দিয়ে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে দেশের মানুষের নাভিশ্বাস অবস্থা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম ও সমস্ত সেবা খাতে ব্যয় বৃদ্ধি পেয়েছে। কিন্তু নির্দিষ্ট আয়ের মানুষের তো আয় বাড়েনি। নিম্ন আয়ের মানুষ আরও কঠিন জীপনযাপন করছে। ভালো আছে তারা যারা ব্যবসায়িক সুবিধা নিয়ে সরকারের ছায়াতলে আছে। তিনি বলেন, বলা হয় বৈশ্বিক পরিস্থিতিতে দাম বেড়েছে। আসলে তা না।

সিন্ডিকেট করে দাম বৃদ্ধি করা হচ্ছে। সরকার কেন এই সিন্ডিকেট ভাঙতে পারছে না? এর প্রধান দায় তো সরকারের। বাজার তদারকির মাধ্যমে দ্রব্যমূল্য সহনীয় রাখাতো সরকারের দায়িত্ব। সরকার এ দায়িত্ব নিচ্ছে না। শুধু আইওয়াশ করে।

কিছু ব্যবসায়ী যাদের শায়েস্তা করতে চায়? তাদের বিরুদ্ধে কিছু অভিযান চালায়। বর্তমান দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের কোনো সুযোগ নেই জানিয়ে সাকি বলেন, বর্তমান সরকারকে পদত্যাগ করতে হবে এবং অর্ন্তবর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। বিদ্যমান যে শাসন ব্যবস্থা রয়েছে তার পরিবর্তন করতে হবে। সরকারের পদত্যাগের সঙ্গে বিদ্যমান শাসন ব্যবস্থার বদল দরকার।

জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা গড়ে তুলতে হবে। এ লক্ষ্যেই আমরা লড়াই করে যাচ্ছি। যাতে প্রত্যেকটা নির্বাচনই হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। আমাদের লক্ষ্য অর্জনে জনগণ ও গণতন্ত্র মঞ্চ এক হয়ে কাজ করবে। সাকি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে বৃহত্তর ঐক্য গড়ে তোলাই আমাদের সাধারণ লক্ষ্য। গণতন্ত্র মঞ্চ যুগপৎ আন্দোলন করছে। এবং অন্য যে দলগুলো সরকার যুগপৎ আন্দোলনের কথা বলছে। আমাদের প্রত্যেকেরই সাধারণত লক্ষ্য এক। বিশেষ করে এই সরকারকে আর মানুষ চায় না। সরকারের পতনের দাবির আন্দোলনে সবাই এক। বিএনপি’র সঙ্গে নির্বাচনী জোট করবেন কিনা- এমন প্রশ্নে জোনায়েদ সাকি বলেন, গণতন্ত্র মঞ্চের কয়েকটি দলের বিএনপি’র সঙ্গে আলোচনা চলছে। ভোটাধিকার আমাদের প্রত্যেকের দাবি। যারা যুগপৎ ধারায় আন্দোলন করবে সবাই নিজ নিজ অবস্থান থেকে আন্দোলন করবে। বিরোধী সব রাজনৈতিক দল এখন ঐক্যবদ্ধ।
মন্তব্য করুন

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ