করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

এশিয়া কাপে নতুন দায়িত্ব পেলেন আফিফ

  • সংবাদ প্রকাশের সময়: রবিবার, ২৮ আগস্ট, ২০২২

ক্রীড়া ডেস্ক:
সীমিত ওভারের ক্রিকেটে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দলে উল্লেখযোগ্য পারফরমারদের একজন আফিফ হোসেন। তার পুরস্কার হিসেবে নতুন দায়িত্ব পেলেন তিনি। এশিয়া কাপের দলে তাকে সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।

এশিয়ার শ্রেষ্ঠত্বের আসরে সাকিব আল হাসানের ডেপুটি হিসেবে আফিফকে দায়িত্ব দেওয়ার কথা শনিবার (২৭ আগস্ট) রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় বিসিবি।
সম্প্রতি সাকিবকে টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব দেওয়া হয় আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। তখন ঘোষণা করা হয়নি সহ-অধিনায়ক।

বাংলাদেশের টি-টোয়েন্টি দলে অনেক দিন ধরেই নিয়মিত আফিফ। গত বছর থেকে নিয়মিত খেলছেন ওয়ানডে দলেও।
২২ বছর বয়সী বাঁহাতি এই ব্যাটসম্যান এখন পর্যন্ত ৪৭ টি-টোয়েন্টিতে ১১৮.১০ স্ট্রাইক রেটে রান করেছেন ৬৯৮। অফ স্পিনে ১৬ ইনিংসে হাত ঘুরিয়ে উইকেট নিয়েছেন ৮টি।

দুবাইয়ে গতকাল শনিবার শ্রীলঙ্কা ও আফগানিস্তানের ম্যাচ দিয়ে শুরু হয়েছে টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপ। আগামী মঙ্গলবার নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ খেলবে আফগানিস্তানের বিপক্ষে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ