সোমবার, ১২ মে ২০২৫, ১১:২৬ অপরাহ্ন
শেখ হারুন, চুনারুঘাট থেকে: হবিগঞ্জের চুনারুঘাটে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী দল বিএনপি ও সহযোগী সংগঠন। দ্রব্য মূল্যের উর্ধ্বগতি,বিদ্যুৎ বিভ্রাটে মাত্রাতিরিক্ত লোডশেডিংসহ সর্বগ্রাসী দুর্নীতির বিরুদ্ধে চুনারুঘাটে বিশাল বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে চুনারুঘাট পৌর এবং উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন।গত বৃহস্পতিবার(২৫ আগস্ট) বিকাল ৩ টা থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে দলীয় নেতৃবৃন্দ পৌরশহরের উত্তর বাজারে এসে জড়ো হন।বাদ আসর উত্তরবাজার থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ বাস ষ্টান্ডে মিলিত হয়ে বিশাল পথ সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মীর সিরাজ আলী’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক আলহাজ্ব জিকে গউছ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত আসনের সাবেক এমপি শাম্মি আক্তার শিফা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা এডভোকেট আমিনূল হক, হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মোঃ মিজানুর রহমান চৌধুরী, যুগ্ম আহ্বায়ক এনামুল হক, হবিগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম ফরিদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জালাল আহমেদ, চুনারুঘাট পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব হোসাইন আলী রাজন, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি এডভোকেট মনিরুল ইসলাম তালুকদার, সাবেক পৌর মেয়র নাজিম উদ্দিন সামসু,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন সম্পাদক আব্দুর রহিম শ্যামল তালুকদার, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল করিম সরকার, গাজীপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী, উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল,শ্রমিক দল কৃষকদল সহ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।বক্তারা বলেন,শীঘ্রীই অবৈধ আওয়ামী লীগ সরকারের পতন দরকার।রাতের ভোটের সরকার ক্ষমতায় থাকার অধিকার নেই। নিত্য প্রয়োজনীয় পন্যের দাম বৃদ্ধি, অসহনীয় লোডশেডিংসহ দেশ পরিচালনায় সকল ক্ষেত্রে ব্যর্থ এই সকারের অনতি বিলম্বে পদত্যাগ করার হুসিয়ারী প্রদান করেন বক্তারা।অন্যতায় সারাদেশে কঠোর থেকে কঠোরতম আন্দোলনের মাধ্যমে সরকারকে ক্ষমতাচ্যুত করে জনগণের ভোটাধিকার নিশ্চিত করা হবে বলেও বক্তব্য দেন তাঁরা।