করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

এশিয়া কাপ: ‘ডেথ গ্রুপে’ বাংলাদেশ

  • সংবাদ প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২

ক্রীড়া ডেস্ক:
অবশেষে চূড়ান্ত হল এশিয়া কাপের ষষ্ঠ দল। বাছাইপর্বের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে হংকং। এশিয়া কাপের ‘বি’ গ্রুপে খেলবে তারা।

আগামী ২৭ আগস্ট থেকে শুরু হচ্ছে এশিয়া কাপের এবারের আসর।

টুর্নামেন্টটিতে অংশ নিতে বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে রয়েছে বাংলাদেশ দল। দুটি গ্রুপে মোট ছয়টি দেশ খেলবে এবারের এশিয়া কাপে। গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান ও শ্রীলঙ্কা- এটি নিশ্চিত ছিল আগেই। তবে সাকিব আল হাসানদের আফসোসটা বাড়তে পারে হংকংয়ের কোয়ালিফাইয়ে।

‘বি’ গ্রুপে ভারত ও পাকিস্তানের মতো দুই পরাশক্তি খেলবে হংকংয়ের বিপক্ষে। আর ‘এ’ গ্রুপে বাংলাদেশকে লড়তে হবে পাঁচবারের এশিয়া কাপজয়ী শ্রীলঙ্কা ও বিপজ্জনক দল আফগানিস্তানের বিপক্ষে। তাই এবারের আসরের ‘গ্রুপ অব ডেথ’ বলা যায় ‘এ’ গ্রুপটাকেই। সেই গ্রুপ থেকে ‘সুপার ফোর’ এ যাওয়াটা চ্যালেঞ্জিংই হবে টাইগারদের জন্য।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ