• Youtube
  • English Version
  • মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০১:৪৮ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

সিরিজ বাঁচানোর ম্যাচে টাইগারদের সম্ভাব্য একাদশ

  • সংবাদ প্রকাশের সময়: রবিবার, ৩১ জুলাই, ২০২২

স্পোর্টস ডেস্ক: স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে লড়াই করে ১৭ রানে হেরেছে বাংলাদেশ দল। এতে স্বাগতিকরা সিরিজে ০-১ এগিয়ে গেল।

আজ দ্বিতীয়বারের মতো হারারেতে বিকেল ৫টায় স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ।
এ ম্যাচ হারলেই সিরিজ হাতছাড়া হবে টাইগারদের।
সে হিসেবে বাঁচা-মরার লড়াই।

সিরিজ বাঁচাতে অবশ্য দলে বড় কোনো পরিবর্তন আনার সম্ভাবনা নেই। যদিও প্রথম ম্যাচে বেশ খরুচে ছিলেন মুস্তাফিজুর রহমান। ২ উইকেট শিকার করলেও ৫০ রান দিয়েছেন।

তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে আগে ব্যাট করে টাইগারদের সামনে ২০৬ রানের বিশাল লক্ষ্য দেয় জিম্বাবুয়ে।

জয়ের জন্য শেষ দুই ওভারে প্রয়োজন ছিল ৩২ রান। দারুণ বোলিংয়ে ১৯তম ওভারে মোসাদ্দেক হোসেনকে ফেরানোর পাশাপাশি মাত্র চার রান দিয়ে বাংলাদেশকে ম্যাচ থেকে কার্যত ছিটকে দেন রিচার্ড এনগারাভা।

শেষ ওভারে ২৮ রানের প্রায় অসম্ভব সমীকরণ মেলানো সম্ভব হয়নি।
২০৬ রানের বিশাল লক্ষ্য তাড়ায় ভয়ডরহীন ক্রিকেট খেলেও তারুণ্যের প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হতে পারল না নুরুল হাসানের দল। ছয় উইকেটে ১৮৮ রানে থামে সফরকারীরা।

দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

লিটন দাস, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, মুনিম শাহরিয়ার, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (অধিনায়ক, উইকেটরক্ষক), নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ