• Youtube
  • English Version
  • মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০২:৩১ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

এশিয়ান গেমসের নতুন সূচি ঘোষণা

  • সংবাদ প্রকাশের সময়: বুধবার, ২০ জুলাই, ২০২২

ক্রীড়া ডেস্ক: করোনাভাইরাসের কারণে স্থগিত হয়ে যাওয়া এশিয়ান গেমসের নতুন সূচি ঘোষণা করা হয়েছে। চীনের হাংজোতে আগামী বছর ২৩ সেপ্টেম্বর শুরু হয়ে ৮ অক্টোবর পর্যন্ত চলবে এই আসর। গেমসের ওয়েবসাইটে মঙ্গলবার (১৯ জুলাই) অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার (ওসিএ) এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করা হয়েছে।

পুনর্নির্ধারিত সূচি অনুযায়ী ২০২৩ সালের ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত হবে এশিয়ান অ্যাথলেটদের মহাযজ্ঞ।
চীনা অলিম্পিক কমিটি ও হুয়াংঝু এশিয়ান গেমস আয়োজক কমিটির সঙ্গে আলাপ করে নতুন দিনক্ষণ ঠিক করলো ওসিএ গঠিত ‘টাস্কফোর্স’।

মাল্টি-স্পোর্টস গেমের ১৯তম আসরটির জন্য সবগুলো ভেন্যু প্রস্তুত করা হয়েছিল। করোনা পরীক্ষারও ব্যবস্থা করা হয়। ৪৪টি দেশ ও অঞ্চলের ১১ হাজারেরও বেশি অ্যাথলেটদের অংশগ্রহণের কথা ছিল এতে।
কিন্তু আচমকা করোনার প্রকোপ বাড়তে থাকায় গত মে মাসে এক বিবৃতি দিয়ে এশিয়ান গেমস স্থগিত করা হয়। এশিয়ান গেমস হবে অলিম্পিক গেমসের প্রায় ৮ মাস আগে। ২০২৪ সালের জুলাইয়ে প্যারিসে হবে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’-এর পরের আসর।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ