করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় রফিক মাস্টার নিহত

  • সংবাদ প্রকাশের সময়: মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি:
ওসমানীনগরের তাজপুর বাজারে সড়ক দুর্ঘটনায় আব্দুল রফিক মাস্টার (৭৩) নামের এক সাবেক স্কুল শিক্ষক নিহত হয়েছেন।

তিনি উপজেলার তাজপুর ইউনিয়নের কাদীপুর গ্রামের মৃত হাছিব উল্লার ছেলে।

স্থানীয় ইউপি সদস্য কবির আহমদ জানান, ১২ জুলাই মঙ্গলবার বিকাল ৩টায় তাজপুর বাজারস্থ সিলেট-ঢাকা মহাসড়কের ফুটপাতে দাঁড়ানো অবস্থায় সিলেটগামী বেপরোয়া গতির বিএন পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে যায়। তাৎক্ষণিক তাজপুর ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেণ। মৃত্যুকালে তাঁর স্ত্রী, ১ছেলে, ২মেয়ে, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রয়েছেন।

মঙ্গলবার রাত ১০টায় স্থানীয় কাদীপুর শাহী ঈদগাহ মাঠে মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

তিনি উপজেলার তাজপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড আ’লীগের সভাপতি ছিলেন। দুর্ঘটনার পর ঘাতক বাসটি আটক করা যায়নি। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ