করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

সিলেটের সাথে ট্রেন যোগাযোগ বন্ধ

  • সংবাদ প্রকাশের সময়: মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২

করাঙ্গীনিউজ:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার পর সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগযোগ বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার মুকুন্দপুর ও হরষপুর রেলওয়ে স্টেশনের মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।

এ তথ্য নিশ্চিত করেছেন মুকুন্দপুর রেলওয়ে স্টেশনের মাস্টার সাইফুল ইসলাম জানান।

তিনি বলেন, বগি লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আখাউড়া রেলওয়ে থানার (জিআরপি) ওসি মাজহারুল করিম বলেন, চট্টগ্রাম থেকে তেলবাহী ট্রেনটি সিলেটের দিকে যাচ্ছিল। মুকুন্দপুর ও হরষপুর সেকশনে ট্রেনের একটি ওয়াগনের দুটি চাকা লাইনচ্যুত হয়।

খবর পেয়ে আখাউড়া রেলওয়ে জংশন থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে বলে জানান ওসি।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ