• Youtube
  • English Version
  • মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০১:৩১ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

আজমিরীগঞ্জে উপজেলা আ’লীগের নয়া কমিটি অনুমোদন

  • সংবাদ প্রকাশের সময়: শুক্রবার, ১৭ জুন, ২০২২

প্রেস বিজ্ঞপ্তি:
মোঃ মিজবাহ উদ্দিন ভূইয়া সভাপতি ও মোঃ মনোয়ার আলীকে সাধারণ সম্পাদক করে আগামী তিন বছরের জন্য আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী এই কমিটির অনুমোদন দিয়েছেন। আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা আওয়ামী লীগের দপ্তরে জমা দেওয়ার জন্য নতুন কমিটিকে নির্দেশনা দেওয়া হয়েছে।

কমিটিতে সহ সভাপতি করা হয়েছেÑ হীরেন্দ্র পুরকায়স্থ, মোঃ তফছির মিয়া, বীর মুক্তিযোদ্ধা সুরেন্দ্র চন্দ্র সরকার, হেনা বেগম, শচীন্দ্র চন্দ্র গোপ, মোঃ সামছু মিয়া, মোঃ আকবর হোসেন ও মঞ্জু কান্তি রায়, যুগ্ম সাধারণ সম্পাদকের পদ পেয়েছেন ডাঃ মোঃ লোকমান মিয়া, মোঃ জামান আলী, মোঃ লুৎফুর রহমান চৌধুরী ও ছানু লাল কর্মকার, সাংগঠনিক সম্পাদক হয়েছেন এডভোকেট মুছা মিয়া, মোঃ হিফজুর রহমান, একেএম মাসুদ ও জুবায়ের আহমেদ জাবের।

আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোঃ সেলিম মিয়া, দপ্তর সম্পাদক রতীন্দ্র চন্দ্র দাশ, প্রচার সম্পাদক মমিনুর রহমান সজিব, যুব ও ক্রীড়া সম্পাদক তোফায়েল আহমেদ ভূইয়া এবং মোঃ মর্তুজা হাসান ও চৌধুরী মোহাম্মদ ফরিয়াদকে সম্মানিত সদস্য রাখা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ