• Youtube
  • English Version
  • মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৪:১৫ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

প্রথমবার আন্তর্জাতিক টেবিল টেনিসে সোনা জিতল বাংলাদেশ

  • সংবাদ প্রকাশের সময়: মঙ্গলবার, ১০ মে, ২০২২

ক্রীড়া ডেস্ক: প্রথমবার কোনো আন্তর্জাতিক টেবিল টেনিস টুর্নামেন্টে সোনা জিতেছে বাংলাদেশ।

মঙ্গলবার মালেতে অনুষ্ঠিত স্বর্ণের লড়াইয়ে শ্রীলঙ্কাকে ২-৩ গেমে হারিয়ে দক্ষিণ এশিয়ান জুনিয়র অ্যান্ড ক্যাডেট টেবিল টেনিস প্রতিযোগিতায় প্রথমবারের মতো স্বর্ণ পদক জয় করেছে বাংলাদেশ।

অনূর্ধ্ব-১৯ ক্যাটাগড়িতে এই কীর্তি গড়েছেন রামহিম লিয়ন বম, মুহতাসিন আহমেদ ও নাফিস ইকবালরা।

ম্যাচের শুরুটা ভালোই ছিল বাংলাদেশের।
শুরুতে হৃদয় ও রামহিম জিতলেও হেরে যান নাফিজ। তখন ২-১ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। এরপর আবারও খেলতে নামেন রামহিম। তাকে হারিয়ে ম্যাচে ফেরে শ্রীলঙ্কা।
তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল ম্যাচ তখন ২-২ এ সমতায়। বাংলাদেশের শেষ আশা-ভরসা ছিলেন হৃদয়। হতাশ করেননি তিনি। ৮-১১, ১১-৯, ১১-৯ ও ১১-৯ সেটে জিতে বাংলাদেশকে স্বর্ণ পদক জয়ের উল্লাসে মাতান।

এ জয়ে মালদ্বীপে ইতিহাস গড়লো বাংলাদেশ দল। এই আসরে এতদিন পর্যন্ত সর্বোচ্চ রৌপ্য পদকই ছিল বাংলাদেশের সর্বোচ্চ অর্জন। এবার স্বর্ণ জয়ের ইতিহাস গড়লেন লিয়ন-মুহতাসিনরা।

এর আগে লিগ পর্যায়ের খেলায় বাংলাদেশ হারিয়েছিল পাকিস্তান, মালদ্বীপ ও নেপালকে।

সর্বশেষ ২০০৩ সালে ঢাকায় অনুষ্ঠিত টুর্নামেন্টে বালিকা দ্বৈতে রৌপ্য পদক জয় করেছিল বাংলাদেশ।
এরপর প্রায় ১৯ বছর কোনো সাফল্যের দেখা মেলেনি। এবার সেই দুঃখ ঘোচালেন মুহতাসিন-নাফিসরা।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ