মৌলভীবাজার প্রতিনিধি: সারাদেশে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি এবং দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও ছাত্রসমাবেশ করেছে মৌলভীবাজার জেলা ছাত্রদল।
আজর১২ মার্চ শনিবার দুপুরে মৌলভীবাজার জেলা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়া নেতৃত্বে বিক্ষোভ মিছিল জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি রিপন মিয়া, মোজাম্মেল হোসাইন সাজু, জাকির হোসেন অপু, রাকিব আহমেদ, মোবারক হোসেন লুপ্পা, যুগ্ম সাধারণ সম্পাদক জায়েদ আহমদ, সোহাগ আহমেদ আরাফাত খান ময়নুল, সহ-সাধারণ সম্পাদক ইমন আহমদ, কাউজার আহমেদ সাজু, তাজুদ চৌধুরী, দপ্তর সম্পাদক রুমেল আহমদ মাসুম, পৌর ছাত্রদলের আহ্বায়ক আজগর আলীসহ জেলা ও পৌর ছাত্রদলের নেতৃবৃন্দ।
বিক্ষোভ পরবর্তী ছাত্রসমাবেশে ছাত্রদল সভাপতি রুবেল মিয়া বলেন, মানুষের জীবন ও জীবিকা আজ হুমকির সম্মুখীন। সারা বাংলাদেশে দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতি কারণে সাধারণ মানুষের জীবনযাপন বিপর্যস্ত। সাধারণ মানুষের মৌলিক অধিকারের নিশ্চয়তা দিতে এ সরকার ব্যর্থ। তাই দুর্বার আন্দোলনের মাধ্যমে এই সরকারকে নির্মূল করে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার আহবান জানান।