• Youtube
  • English Version
  • মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০২:১৬ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

মৌলভীবাজার জেলা ছাত্রদলের বিক্ষোভ 

  • সংবাদ প্রকাশের সময়: শনিবার, ১২ মার্চ, ২০২২
মৌলভীবাজার প্রতিনিধি: সারাদেশে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি এবং দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও ছাত্রসমাবেশ করেছে মৌলভীবাজার জেলা ছাত্রদল।
আজর১২ মার্চ শনিবার দুপুরে মৌলভীবাজার জেলা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়া নেতৃত্বে বিক্ষোভ মিছিল জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি রিপন মিয়া, মোজাম্মেল হোসাইন সাজু, জাকির হোসেন অপু, রাকিব আহমেদ, মোবারক হোসেন লুপ্পা, যুগ্ম  সাধারণ সম্পাদক জায়েদ আহমদ,  সোহাগ আহমেদ আরাফাত খান ময়নুল, সহ-সাধারণ সম্পাদক ইমন আহমদ, কাউজার আহমেদ সাজু, তাজুদ চৌধুরী, দপ্তর সম্পাদক রুমেল আহমদ মাসুম, পৌর ছাত্রদলের আহ্বায়ক আজগর আলীসহ জেলা ও পৌর ছাত্রদলের নেতৃবৃন্দ।
বিক্ষোভ পরবর্তী ছাত্রসমাবেশে ছাত্রদল সভাপতি রুবেল মিয়া বলেন, মানুষের জীবন ও জীবিকা আজ হুমকির সম্মুখীন। সারা বাংলাদেশে দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতি কারণে সাধারণ মানুষের জীবনযাপন বিপর্যস্ত। সাধারণ মানুষের মৌলিক অধিকারের নিশ্চয়তা দিতে এ সরকার ব্যর্থ। তাই  দুর্বার আন্দোলনের মাধ্যমে এই সরকারকে নির্মূল করে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ