বুধবার, ১৪ মে ২০২৫, ০৭:০১ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
সকালে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে হবিগঞ্জ শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নুরুল ইসলাম, হবিগঞ্জ পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজান, অতিরিক্ত পুলিশ সুপার ফজলুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মর্জিনা আক্তার, সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তাওহিদুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, বিটিভির জেলা প্রতিনিধি আলমগীর খান, প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক এডভোকেট শাহ ফখরুজ্জামান ও সাংবাদিক রাশেদ খান।
অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরে ভাল মানের সেবা প্রদানের জন্য পুরস্কার কর্মকর্তা ও কর্মচারীদেরকে পুরস্কৃত করা হয়।