বুধবার, ১৪ মে ২০২৫, ০৬:৪৯ অপরাহ্ন
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে চোলাইমদসহ গিয়াস উদ্দিন (৫০) নামের এক মাদক সেবীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২০ জুলাই) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে বাহুবল বাজারের শান্তিবাগ হোটেলের সামন থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মাদকসেবী উপজেলার অলুয়া গ্রামের নাসির উদ্দিনের ছেলে।
জানা যায়, শুক্রবার দিনগত রাতে শান্তিবাগ হোটেলের সামনে বসে মদ খাচ্ছিল গিয়াস উদ্দিন। এমন খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৩শ ৫০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।