মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৪:০৮ পূর্বাহ্ন
প্রেস বিজ্ঞপ্তি: হবিগঞ্জে যুবদল নেতাকর্মীদের গ্রফতারে কেন্দ্রিয় যুবদলের নিন্দা ও প্রতিবাদ
হবিগঞ্জে বিএনপির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ, হবিগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক জালাল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক কাউন্সিলর সফিকুর রহমান সিতু, সহ-সভাপতি আতাউর রহমান লিটন, সহ সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর হেলাল আহমেদ টিপু, জেলা যুবদলের সদস্য অলিউর রহমান অলি, মোর্শেদ আলম স্বাজন, আবু সুফিয়ান পারভেজ, রায়েছ চৌধুরী, আঃ আহাদ কাজল, তোফায়েল আহমেদ রাসেল ও নজরুল ইসলাম নাঈম সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের ৪০ জন নেতাকর্মীকে কারাগারে প্রেরণের আদেশ দেওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, হবিগঞ্জ জেলা বিএনপি আয়োজিত সমাবেশকে কেন্দ্র করে অবৈধ নিশীরাতের ভোট ডাকাত স্বৈরশাসকের দলকানা, বিশ্বের অন্যতম দূর্ণীতিবাজ পুলিশ কর্তৃক দায়েরকৃত মিথ্যা মামলায় হাজিরা দিতে গেলে দূর্ণীতিবাজ সরকারের আজ্ঞাবহ ক্যাঙ্গারু কোর্ট কর্তৃক এই করোনা কালে জামিন বাতিল করে স্বৈরাচারের কারাগারে পাঠানো মানবতার চরম লঙ্ঘন। যদিও এই দূর্ণীতিবাজ স্বৈরশাসক ইতিমধ্যেই তাদের মানবতা বিরোধী অপকর্মের পুরস্কার স্বরুপ বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠান থেকে নিষিদ্ধ হয়েছে।
আজ যদি দেশে আইনের শাসন থাকত, গণতন্ত্র থাকত তাহলে এই মিথ্যা মামলা বাতিল করে নেতা কর্মীদের বেকসুর মুক্তি দেওয়া হত।
নীরব- টুকু করোনা কালে নেতা কর্মীদের হয়রানি না করে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করেন।