করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

শায়েস্তাগঞ্জে পুলিশ সুপারের শিক্ষা উপকরণ বিতরণ

  • সংবাদ প্রকাশের সময়: রবিবার, ২১ জুলাই, ২০১৯

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্লা বিপিএম-পিপিএম এর উদ্যোগে প্রায় ১ হাজার ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

শনিবার (২০ জুলাই) দুপুরে শায়েস্তাগঞ্জ উপজেলার শাহজীবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৫১ নং পূর্ব নোয়াগাও সরকারী প্রাথমিক বিদ্যালয়, নূরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, পুরাসুন্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পুলিশ সুপার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন।

এ সময় পুলিশ সুপার সবাইকে দাঙ্গা, মাদক, ইভটিজিং, জঙ্গীবাদ, প্রযুক্তির অপব্যবহার ও বাল্য বিবাহ থেকে দূরে সরে সুন্দর জীবন গঠনের পরামর্শ দেন। তিনি বলেন, আজকের শিশুরাই আগামীদের বাংলাদেশ। তাই তাদের সচেতন ও সুনাগরিক হয়ে গড়ে উঠতে হবে।

এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন, শায়েস্তাগঞ্জ থানার ওসি আনিসুর রহমান, নূরপুর ইউপি চেয়ারম্যান মখলিছ মিয়া, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ