করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

বাহুবলের মুক্তিযোদ্ধার বাড়ির বাঁধ নির্মাণ করলেন ইউএনও

  • সংবাদ প্রকাশের সময়: শনিবার, ২০ জুলাই, ২০১৯

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার করাঙ্গী নদীর বাঁধ পরিদর্শন ও মুক্তিযোদ্ধার বাড়ির বাঁধ নির্মাণ করলেন বাহুবলের ইউএনও আয়েশা হক।

বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা হক মহোদয় করাঙ্গী নদী পানি বিপদসীমার উপরে উঠা ও বন্যাদূর্গত এলাকা পরিদর্শন করলেন এবং বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের বিপদে পাশে থাকার আশ্বাস দেন।

জানা যায়, বাহুবলের মুক্তিযোদ্ধা আবুল হোসেন এর বাড়ির পাশে পাহাড়ি ঢলে ভেসে আসা করাঙ্গী নদীর পানিতে বাড়ি ঘর ভেসে যাওয়ার উপক্রম।

আজ শনিবার দুপুরে হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ মহোদয় এর নির্দেশনায় ইউএনও আয়েশা হক বন্যাদূর্গত এলাকা পরিদর্শনে যান। পরিদর্শনকালে দেখতে পান মুক্তিযোদ্ধা আবুল হোসেন এর বাড়ির বাঁধ ভেঙে গিয়ে পানি ঢুকতে শুরু করেছে তাৎক্ষণিকভাবে বালুভর্তি বস্তাবন্দি করে বাঁধের পানি আটকাতে প্রাণপন চেষ্টা করেন। এলাকার স্থানীয় যুবকদের সহযোগিতায় বাঁধ নির্মাণ করেন এবং যে কোন বিপদ মুহুর্তে পাশে থাকার ঘোষণা দেন।

ইউএনও আয়েশা হক আরো জানান, বন্যাদূর্গত এলাকার যেকোন সমস্যা পরিলক্ষিত হলে আমাকে জানাবেন। আমি আপনাদের পাশে থাকার এবং যথাসাধ্য সহযোগিতায় এগিয়ে আসব।

এসময় উপস্থিত ছিলেন প্রকল্প কর্মকর্তা আশীষ কর্মকার, মুক্তিযোদ্ধা আবুল হোসেন এবং স্থানীয় যুবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

তাৎক্ষণিক বন্যাদূর্গত এলাকা পরিদর্শন ও বাঁধ নির্মাণ করে দেওয়ায় স্থানীয় লোকজন হবিগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ