মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৪:০২ পূর্বাহ্ন
করাঙ্গীনিউজ:
হবিগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি জহিরুল ইসলাম সেলিমকে ভারপ্রাপ্ত সভাপতি ঘোষণা করা হয়েছে।
শনিবার (২২ জানুয়ারী) কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক (যুগ্ম-সাধারণ সম্পাদক) কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিতপত্রে এ ঘোষণা দেয়া হয়।
এতে বলা হয়, ‘‘জেলা যুবদল সভাপতি মোঃ ইলিয়াছ মিয়ার মৃত্যুতে প্রথম সহ-সভাপতি কহিনুর আলমকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব অর্পণ করেছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সাইফুল আলম নিরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। কিন্তু ভারপ্রাপ্ত সভাপতি কহিনুর আলম কারাবন্দী থাকায় পরবর্তী সহ-সভাপতি জহিরুল ইসলাম সেলিম পুননির্দেশনা না দেয়া পর্যন্ত ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করবেন।’’