• Youtube
  • English Version
  • মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৪:৪৫ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

বিএনপির ৩২ সভা-সমাবেশের তারিখ পেছাল

  • সংবাদ প্রকাশের সময়: শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২

করাঙ্গীনিউজ:
করোনা (কোভিড-১৯) সংক্রমণের কারণে ২২ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হতে যাওয়া বিএনপির নির্ধারিত ৩২টি সভা-সমাবেশের তারিখ পেছানো হয়েছে।

নতুন তারিখ আজ শুক্রবার বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

তিনি বলেন, ‘সরকার যে বিধিনিষেধ আরোপ করেছে, সেই বিধিনিষেধ অযৌক্তিক ও অকার্যকর- এটা আমরা বলেছি। কিন্তু তারপরও জনস্বার্থ এবং প্রাসঙ্গিক সবকিছু বিবেচনা করে আমাদের সমাবেশগুলোর তারিখ পিছিয়ে পুনঃনির্ধারণ করার সিদ্ধান্ত নিয়েছি।

বিএনপি ও অঙ্গ সংগঠনগুলোর সব কেন্দ্রীয়, মহানগর ও জেলার নেকাদের পুনঃনির্ধারিত তারিখে সভা-সমাবেশ করার জন্য প্রস্তুতি অব্যাহত রাখার আহ্বান জানাচ্ছি। ’

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ