মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১১:০৬ পূর্বাহ্ন
স্পোর্টস ডেস্ক:
নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট জয়ী বাংলাদেশ এবার দ্বিতীয় টেস্টে ইনিংস ব্যবধানে হারের মুখে পড়েছে। নিউজিল্যান্ডের রানের পাহাড়ে চাপা পড়েছে মুমিনুল হকরা। ক্রাইস্টাচার্চ টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশ অলআউট ১২৬ রানে।
এরপর ফলোঅনে পড়ে আবারও ব্যাট করতে নেমে ১০৫ রানে টপঅর্ডারের তিন উইকেট হারিয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৩৮ ওভারে তিন উইকেটে ১১০ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ইনিংস পরাজয় এড়াতে আরও ২৮৫ রান করতে হবে মুমিনুল হকদের। ক্রিজে রয়েছেন মুমিনুল (২৯) ও লিটন দাস (০) ।
প্রথম ইনিংসে বাংলাদেশের প্রথম পাঁচ ব্যাটারের মধ্যে সর্বোচ্চ রান করেন লিটন দাস (৮) । নাঈম শেখ ও মুমিনুল হক শূন্য। সাদমান ইসলাম সাত, নাজমুল হোসেন শান্ত চার। মাত্র ২৭ রানে টপঅর্ডারের পাঁচ উইকেট নেই। এমন শুরুর পর ঘুরে দাঁড়ানো কঠিন। প্রথম ইনিংসে ৫২১ রান করা নিউজিল্যান্ডের চেয়ে ৩৯৫ রানে পিছিয়ে বাংলাদেশ। প্রথম টেস্টে অবিস্মরণীয় জয়ের পর এমন পারফরম্যান্সে হতাশ বাংলাদেশ দলের ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স। দ্বিতীয়দিনের খেলা শেষে তিনি বলেন, ‘আমরা হতাশ। গত সপ্তাহে সবাই অসাধারণ খেলেছে। মানসম্পন্ন বোলিং বিভাগের বিপক্ষে ১৭৩ ওভার ব্যাটিং করেছিলাম আমরা। নিউজিল্যান্ড দ্বিতীয়
ম্যাচে তেড়েফুড়ে ফিরে আসবে, এটা প্রত্যাশিতই ছিল।’
প্রিন্স বলেন, ‘নিউজিল্যান্ড অফ স্টাম্পের বাইরে প্রচুর বল করেছে। তারা বাউন্সি উইকেটে খেলে অভ্যস্ত। আমাদের ছেলেরা বেশি অভ্যস্ত বল খেলতে।’ তিনি বলেন, ‘আগের টেস্টে আমরা বল বেশি ছেড়েছি। ব্যাকফুটে ভালো খেলেছি। আজকেও (সোমবার) কিছু বল ছাড়তে পারতাম। আশা করি, আগামীকাল (আজ) শুরুটা ভালো করতে পারব।’
তিনি বলেন, ‘নিউজিল্যান্ড শুরুতে দুর্দান্ত সুইং আদায় করে নিয়েছে। তারা দারুণ বোলিং করেছে। আমাদের কাজটা কঠিন করে তুলেছে।’ প্রিন্স বলেন, ‘গত সপ্তাহে আমরা নিজেদেরকে ভালো অবস্থানে নিয়ে যেতে পেরেছিলাম। এই ম্যাচে নিউজিল্যান্ড খুবই ভালো খেলছে। ব্যাট হাতে ভালো করে বল হাতেও তারা ভালো শুরু করেছে। আমাদের ম্যাচে ফেরার সুযোগ কঠিন করে তুলেছে তারা। ম্যাচ বাঁচাতে হলে আমাদের লড়াই করতে হবে।’