বুধবার, ১৪ মে ২০২৫, ০৪:১৫ অপরাহ্ন
লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের লাখাইয়ে ইভটিজিংয়ের দায়ে ফাহিম চৌধুরী (১৯) নামে এক যুবককে ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে।
শুক্রবার (১৯ জুলাই) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা আক্তার এ দন্ডাদেশ প্রদান করেন।
ফাহিম চৌধুরী উপজেলার কাটিহারা গ্রামের রোমান চৌধুরীর পুত্র। জানা যায়, বেশ কিছু দিন যাবত ফাহিম চৌধুরী জনৈক এক মহিলাকে উত্যেক্ত করে আসছিল।
শুক্রবার বিকেলে সময়ে আবারো সে তাকে উত্যোক্ত করে। এক পর্যায়ে পুলিশ বিষয়টি জানতে পেরে ফাহিমকে আটক করে থানায় নিয়ে আসে। পরে তাকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালত তাকে ৬ মাসের কারাদন্ড প্রদান করেন। শুক্রবারই তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। লাখাই থানার ওসি এমরান হোসেন বিষয়টি নিশ্চিত করেন।