বুধবার, ১৪ মে ২০২৫, ০৩:৫৯ অপরাহ্ন
করাঙ্গীনিউজ: বড় বোনের সাথে রাগ অভিমান করে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে সুমি আক্তার (২৫) নামে এক যুবতী। এসময় স্থানীয় লোকজন মেয়েটির জীবন বাচিয়েছেন।
শুক্রবার (১৮ জুলাই) সকালে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাড়ির এএসআই ইমরান আহমেদ করাঙ্গীনিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান- বহস্পতিবার বিকাল সোয়া ৪টার দিকে শায়েস্তাগঞ্জ রেল জংশন থেকে আপ কিলোমিটার পশ্চিমে রেল লাইনে এঘটনাটি ঘটে। সুমি আক্তারের বাড়ি মাধবপুর উপজেলায় ।
স্থানীয় সূত্র জানায়- মেয়েটি আত্মহত্যার জন্য রেল লাইনে দাড়ানো ছিল। এসময় সিলেটগামী আন্তঃনগর জয়েন্তিকা ট্রেন শায়েস্তাগঞ্জ স্টেশনে প্রবেশের জন্য আউটার সিগন্যাল অতিক্রম করার সময় স্থানীয় লোকজন ও ট্রেনের চালকের সাহসি ভুমিকায় ট্রেন থামালে মেয়েটি প্রাণে বেচে যায়।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ের একদল পুলিশ ঘটনাস্থল থেকে মেয়েটি আটক করেন।
পুলিশ জানায়- মেয়েটির বড় বোনের বাড়ী শায়েস্তাগঞ্জ পৌরএলাকার নিজগাও গ্রামে। সেখানে বেড়াতে এসেছি। ধারণা করা হচ্ছে বোনের সাথে রাগ অভিমান করে মেয়েটি আত্মহত্যা করতে চেয়েছিল। পরে তার বোন জামাই জুনায়েদ আহমেদসহ মেয়েটি মুছলেকা দিলে তাকে বোনজামাইয়ের জিম্মায় দেয়া হয়েছে।