বুধবার, ১৪ মে ২০২৫, ০৩:৫৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: দুইদিনের সফরে মৌলভীবাজার ও হবিগঞ্জে আসছেন পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।
প্রতিমন্ত্রী আজ শুক্রবার ঢাকার বাড়িধারাস্থ বাসভবন থেকে দুপুর ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের উদ্দেশে যাত্রা করবেন।
শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ১২:৩০ মিনিটে ইউএস বাংলার ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌছাবেন। প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. নুর আলম স্বাক্ষরিত মন্ত্রীর সরকারি সফরসূচি থেকে বিষয়টি জানা গেছে।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেট সার্কিট হাউসে যাত্রা বিরতি ও বিশ্রাম নিয়ে মৌলভীবাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন দুপুর ২:৩০ মিনিটে। মৌলভীবাজার সাকির্ট হাউসে থেকে বিকাল সাড়ে ৪:১৫ মিনিটে মৌলভীবাজারে বন্যাদূর্গত এলাকার পরিদর্শন করবেন।
এসময় তিনি শহর রক্ষা বাঁধ, নবনির্মিত ফ্লাড ওয়াল, মনু নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ঝুকিপূর্ণ স্থানসহ জরুরী মেরামত কাজ পরিদর্শন করবেন। সন্ধ্যা ৭টায় পরিদর্শন শেষে তিনি হবিগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করবেন।
হবিগঞ্জ সার্কিট হাউসে রাত্রি যাপন করে ২০ জুলাই সকাল ৮ টার দিকে হবিগঞ্জ জেলা শহর রক্ষা বাঁধ, কামড়াপুর ও মাছুলিয়া, নবীগঞ্জের আউশকান্দিতে কুশিয়ারা নদী তীরের ভাঙ্গন রোধে গৃহীত জরুরী কাজ পরিদর্শন করে সিলেটের উদ্দেশ্যে যাত্রা করবেন। ওসমানীনগর, বিয়ানীবাজার ও জকিগঞ্জ উপজেলার বন্যা পরিস্থিতি, রক্ষা বাঁধ ও নদীভাঙ্গন রোধকল্পে পাউবি কর্তৃক গৃহীত মেরামত কাজ পরিদর্শন করবেন প্রতিমন্ত্রী। পরিদর্শন শেষে সন্ধ্যা ৭টায় সিলেট ওসমানী বিমানবন্দর থেকে ফাকার উদ্দেশ্যে যাত্রা করবেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।