বুধবার, ১৪ মে ২০২৫, ০৪:১১ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জে মাদক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত আসামী মোতাব্বির মিয়া (৫৫) কে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে শহরের মোহনপুর এলাকায় থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
সে সদর উপজেলার আশেড়া ফান্দ্রাইল গ্রামের মৃত আবুল হাশিমের পুত্র।
পুলিশ জানায়, মোতব্বিরের বিরুদ্ধে আদালত থেকে একটি মাদক মামলায় ২ বছরের সাজা পরোয়ানা ছিল। সে দীর্ঘদিন যাবত সাজা পরোয়ানা থাকার পরও পালিয়ে বেড়াচ্ছিল। দুপুরে তাকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। বিকেলে তাকে আদালতে প্রেরণ করা হবে।