বুধবার, ১৪ মে ২০২৫, ০৪:৩৯ অপরাহ্ন
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে বিপুল পরিমান গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাহুবল মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৮ জুলাই) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ রফিকুল ইসলাম (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে।এ সময় অন্য এক মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।
আটককৃত মাদক ব্যবসায়ী ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার জয়পুর গ্রামের আকবর মিয়ার ছেলে।
এ ব্যাপারে বাহুবল মডেল থানার ওসি কামরুজ্জমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক দ্রব্যসহ ওই ব্যবসায়ীকে আটক করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়।