করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনকারীকে কারাদন্ড

  • সংবাদ প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০১৯

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জাকির হোসেন (২৭) নামে এক যুবককে এক মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে এই কারাদণ্ড দেন মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মতিউর রহমান খান।

দণ্ডপ্রাপ্ত জাকির উপজেলার কাশিমনগর গ্রামের আব্বাস আলীর ছেলে।

এসিল্যান্ড মতিউর খান জানান, মাধবপুরের কুলাইচা ছড়া এলাকা থেকে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল জাকির। খবর পেয়ে ট্রাক্টর ভর্তি বালুসহ তাকে আটক করা হয়। পরবর্তীতে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে তাকে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

অভিযানকালে মাধবপুর থানার একদল পুলিশ উপস্থিত ছিলেন। পরবর্তীতে দণ্ডপ্রাপ্ত জাকিরকে কারাগারে প্রেরণ করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

 

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ