• Youtube
  • English Version
  • মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১০:৪২ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

সিলেটে বিএনপি নেতার সমাবেশ পণ্ড

  • সংবাদ প্রকাশের সময়: বুধবার, ২০ অক্টোবর, ২০২১

নিজস্ব প্রতিনিধি, সিলেট: সিলেটে দুই দফা পুলিশি বাধায় পণ্ড হয়ে গেল বিএনপি নেতার সমাবেশ। পরে সমাবেশ করতে না পারা নেতাকর্মীরা বিএনপি নেতার বাড়িতে জড়ো হলে সেলফি তোলা নিয়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েন।

বুধবার (২০ অক্টোবর) দুপুরে দক্ষিণ সুরমার ময়ূরকুঞ্জ কমিউনিটি সেন্টারে যুক্তরাজ্যফেরত বিএনপি নেতা ব্যারিস্টার এমএ সালামকে অতিথি করে সমাবেশের আয়োজন করে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের একাংশ।

জানা গেছে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও তারেক রহমানের মামলা প্রত্যাহারের দাবিতে অনুষ্ঠিতব্য সমাবেশে যোগ দিতে নেতাকর্মীরা বিকেলে আসতে চেষ্টা করেন।
এ সময় সমাবেশস্থল ঘিরে রাখে পুলিশ।

ময়ূরকুঞ্জতে সমাবেশ করতে না পেরে বিকেল ৩টার দিকে দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের বৈরাগিবাজার গুনশ্রীগ্রামে বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার এমএ সালামের বাড়ির দিকে রওয়ানা হন ছাত্রদল নেতাকর্মীরা। কিন্তু বৈরাগি বাজার যাওয়ামাত্র এসএমপির মোগলাবাজার থানা পুলিশ ব্যারিকেড দিয়ে ছাত্রদল নেতাকর্মীদের ফিরিয়ে দেয়।

তবে কিছু সংখ্যক নেতাকর্মী খাওয়া-দাওয়ার কথা বলে ব্যারিষ্টার এমএ সালামের বাড়িতে গেলেও সেখানে সেলফি তোলা নিয়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েন।

এ বিষয়ে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালকুদার বলেন, ছাত্রদল নেতাকর্মীরা একটি কমিউনিটি সেন্টারে সমাবেশ করতে চেয়েছিলেন। কিন্তু মালিকপক্ষ অনুমতি না দেওয়ায় তারা সমাবেশ করতে পারেননি।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ