বুধবার, ১৪ মে ২০২৫, ০১:৩৮ অপরাহ্ন
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের চুনারুঘাটে অপহরণের ২৭ দিনেও অপহৃত ব্যক্তি উদ্ধার হয়নি। পুলিশের হাতে আটক হয়েছে অপহরণকৃত গাড়ী ও গাড়ীর চালক।
জানা যায়, গত ১৭ জুন উপজেলার ৫নং শানখলা ইউনিয়নের পাট্টাশরীফ গ্রামের মৃত মকছুদ আলীর পুত্র দুলা মিয়া (৪২) ১৭ জুন বিকেল অনুমান ৪.৩০ মিনিটের দিকে টমটম যোগে স্থানীয় শাকির মোহাম্মদ বাজার হতে নিজ বাড়ী পাট্টাশরীফে আসার সময় তালতলা বাজার নামক স্থানে একটি লাইটেস টমটমটিকে আটক করে এবং ওই লাইটেস গাড়ী থেকে ৪/৫ জনের একদল লোক টমটম থেকে নিজেরা আইন প্রয়োগকারী সংস্থার লোক বলে দুলা মিয়াকে লাইটেসে তুলে নিয়ে যায়।
দুলা মিয়া ওই দিন বাড়ীতে না ফেরায় তার আত্মীয় স্বজনরা ২দিন বিভিন্ন জায়গায় খোজখবর নিয়ে ২০ জুন পাট্টাশরীফ গ্রামের মৃত আব্দুর রহিমের পুত্র সারাজ মিয়া (৫০) তার ভাই রফিক মিয়া (৪৫) এবং পার্শ্ববর্তী বাড়ীর আবু মিয়ার পুত্র আব্দুল মতিন (৫০), আব্দুল মতিনের পুত্র রোমান মিয়া (২২) ও শাকিল মিয়া (১৮) কে আসামী করে চুনারুঘাট থানায় একটি মামলা দায়ের করে। মামলা নং-২০, ১৯/০৬/২০১৯ইং, ধারা ৩৬৪ ক/৩৪ দঃবিঃ।
অপহরণের ২৭ দিন পর গত শনিবার গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার এস আই নাজমুল হকের নেতৃত্বে একদল পুলিশ ঢাকার হাজারিবাগ এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে গাড়ীর ড্রাইভার ডেমরা থানার লাল মোহন উপজেলার পিটিয়া গ্রামের মৃত আব্দুল আজিজ সর্দারের ছেলে গাড়ী চালক ইউসুফ সর্দার (৩২) গাড়ীর হেল্পার কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার তামরু গ্রামের লাল মিয়ার পুত্র মামুন মিয়া (২৫) ও অপহরণ কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস (গাড়ী নং-ঢাকা-মেট্টো-চ-১১-৮৭২২) কে আটক করে শনিবার রাত ১০টায় চুনারুঘাট থানায় নিয়ে আসে।
এ বিষয়ে চুনারুঘাট থানার এস আই নাজমুল হক বলেন, আটককৃত গাড়ী চালক ইউসুফ সর্দারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় অপহরণকৃত দুলা মিয়ার চাচা বিডিআর সদস্য সাদেক মিয়া বর্তমানে ঢাকা-২ র্যাবে কর্মরত থাকাবস্থায় দুলা মিয়াকে অপহরণ করতে সাদেক মিয়ার ভাতিজা দুলা মিয়াকে অপহরণ করতে তাদেরকে ভাড়াটিয়া হিসাবে ব্যবহার করে এবং তারা দুলা মিয়াকে অপহরণ করে ওই র্যাব সদস্য সাদেক মিয়ার কাছে হস্তান্তর করে। এখন দুলা মিয়া কোথায় আছে তারা কিছুই জানে না।
এ বিষয়ে চুনারুঘাট থানার ওসি শেখ মোঃ নাজমুল হক জানান, ওই দুলা মিয়ার চাচা বিডিআর সদস্য বর্তমানে ঢাকা-২ র্যাবে কর্মরত সাদেক মিয়ার সাথে দুলা মিয়ার জমি জমা সংক্রান্ত বিরোধ দীর্ঘদিন ধরে চলে আসছিল। ধারাণা করা হচ্ছে এরই সূত্র ধরে এ ঘটনা ঘটতে পারে। ওই বিডিআর সদস্য সাদেক মিয়াকে গ্রেফতার করতে বিভাগীয় অনুমতি চাওয়া হবে। আটককৃতদের আরো জিজ্ঞাসাবাদে অনেক তথ্য বেরিয়ে আসবে বলে পুলিশ আশা করছে।