বুধবার, ১৪ মে ২০২৫, ০১:১৬ অপরাহ্ন
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে টানা কয়েকদিনের বর্ষণে ও পাহাড়ী ঢলে সুতাং নদীর পানি বৃদ্ধি পেয়ে পাইকপাড়া ইউনিয়নের হলদিউড়া ইবতেদায়ী মাদ্রাসা হতে আব্দুল্লাহপুর প্রাইমারী স্কুলের রাস্তায় বাঁশগাজী কবরস্থানের অনেক অংশ নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে।
গত বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত টানা কয়েকদিনের বর্ষণে সুতাং নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে আব্দুল্লাহপুর রাস্তাটিতে ভাঙ্গন দেখা দিয়েছে। সাধারণ মানুষের মধ্যে চলাচলের অসুবিধা দেখা দিয়েছে।
উক্ত রাস্তাটি দেয় মোগড়াপাড়া, আব্দুল্লাহপুর, পঞ্চাশ বেংগী, হলদিউড়া সহ বেশ কয়েকটি গ্রামের লোকজন যাতায়াত করে থাকে।
সুতাং নদীর পানি বৃদ্ধির ফলে উপজেলার আব্দুল্লাহপুর গ্রাম সহ আশপাশের বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়ে কবরস্থান, ঘর-বাড়ি ক্ষতিগ্রস্থ হচ্ছে।
এছাড়া আব্দুল্লাহপুর, হলদিউড়া সহ কয়েকটি গ্রামের সুতাং নদীর তীরবর্তী লোকজন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছেন। রাতে ভারী বৃষ্টি হলে ঐসব এলাকা প্লাবিত হওয়ার আশংকা করছেন সংশ্লিষ্টরা।
এদিকে সুতাং নদীর পানি বৃদ্ধি পেয়ে তীরবর্তী হলদিউড়া গ্রামের মৃত আ: গফুরের পুত্র জাহির মিয়ার একমাত্র বাসস্থানটি সুতাং নদীতে বিলীন হতে চলেছে।
স্থানীয় চেয়ারম্যান আলহাজ্ব শামসুজ্জামান শামীম ও ইউপি সদস্য আব্দুর রউফ খান সরেজমিনে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন।
তাদের সাথে আলাপ করলে তারা জানান, এই সমস্যা থেকে রেহাই পেতে হলে সুতাং নদীর ঝুঁকিপূর্ণ স্থান ও পয়েন্টগুলোতে জরুরী ভিত্তিতে গাইডওয়াল নির্মাণ ও মাটি ভরাট করতে হবে। উক্ত রাস্তাটি দ্রুত মেরামত সহ বাঁশগাজী কবরস্থান ও জনৈক জাহির মিয়ার বাড়ির পাশে গাইডওয়াল নির্মাণের জন্য চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদৃষ্টি কামনা করছেন এলাকার সচেতন মহল।