করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

মাধবপুরে স্ত্রীকে হত্যার চেষ্টা

  • সংবাদ প্রকাশের সময়: রবিবার, ৭ জুলাই, ২০১৯

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের
মাধবপুরে ঘুমন্ত স্ত্রীকে মুখে কাপর গুজে তুলে নিয়ে হত্যার চেষ্টা করা করা হয়েছে।

আহত অবস্থায় আজ রোববার সকালে গৃহবধু রুমা আক্তার২৫ কে মাধবপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার ভোর রাতে উপজেলার পানিয়াতা গ্রামে এঘটনা ঘটে।

জানা গেছে, পানিয়াতা গ্রামের এরশাদআলীর ছেলে জাহাংগীর এর সাথে একই উপজেলার সুন্দাদিল গ্রামের আওয়াল মিয়ার মেয়ে রুমার সাথে তিন বছর আগে বিয়ে হয়।বিয়ের পর থেকেই রুমার নিকট যৌতুক দাবি করা হয়।তার পিতার দাবি এ পর্যন্ত ৮০হাজার টাকা দেয়া হয়।পর নারী আসক্ত জাহাংগীর প্রাই নির্যাতন চালাত রুমার উপর।প্রায়
ছয় মাস পৃর্ব বাবা বাড়ি চলে আসে।

গত শুক্রবার শশুর শাশুরি রুমাকে স্বামীর বাড়ি নিয়ে আসে। দুদিন পার হতেনা হতেই রোববার ভোর রাতে স্বামী

সহ তার সহযোগিরা ঘুমন্ত রুমাকে মুখে কাপড় গুজে তুলে নেয়।আখ ক্ষেতে।সেখানে নির্যাতন শুরু করে হত্যার উদ্দ্যেশে।এটি আচ করতে পারে দুই নারী।পরে তারা সেখানে গিয়ে সুর চিৎকার করলে স্বামী ও সহযোগিরা পালিয়েযায়।

পরে রুমাকে উদ্বার করে মাধবপুর হাসপাতালে ভর্তী করা হয়।এব্যাপারে ওসি আজমিরুজ্জান বলেন, অভিযোগ পেলে আইনানুক ব্যাবস্হা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ