বুধবার, ১৪ মে ২০২৫, ০৪:০৭ পূর্বাহ্ন
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট ইউনিয়নের অমৃতা গ্রামে লিটন মিয়া (২৫) নামের এক শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে পরিবারের দাবি সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
শনিবার সকালে বাহুবল থানার এসআই কাউছার মাহমুদ তরুনের নেতৃত্বে ঘটনাস্থলে পৌছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
লিটন ওই গ্রামের সানু মিয়ার পুত্র।
পরিবারের বরাত দিয়ে ওই এসআই জানান, লিটন গত শুক্রবার রাতে খাবারের পর রুমে ঘুমিয়ে পড়ে। সকালে সে ঘুম থেকে না উঠায় জানালার ফাক দিয়ে দেখেন লিটনের ঝুলন্ত লাশ। দরজা ভেঙ্গে লাশ নামিয়ে পুলিশকে খবর দেয়া হয়। তবে পুলিশ বলছে ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।