মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৯:৫০ অপরাহ্ন
ক্রীড়া ডেস্ক: নিষেধাজ্ঞা কাটিয়ে গত বছর অক্টোবরে ক্রিকেটে ফেরেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এবার এ মাসেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চুক্তিতে ফিরলেন তিনি।
মঙ্গলবার বিসিবির কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। বিসিবি আগামী এক বছরের জন্য যে চুক্তিভুক্ত খেলোয়াড়ের তালিকা প্রস্তুত করেছে, সেখানে সাকিব আল হাসানের নাম থাকছে।
তার সাম্প্রতিক বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে চলছে আলোচনা-সমালোচনার ঝড়। কিন্তু ক্রিকেটে তার অবস্থানের ব্যত্যয় ঘটছে না।