বুধবার, ১৪ মে ২০২৫, ০৪:২৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জ সদর মডেল থানায় নবাগত অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেছেন মোঃ মাসুক আলী।
শুক্রবার রাতে তিনি সদর থানায় দায়িত্বভার গ্রহণ করেন। ওসি (তদন্ত) জিয়াউর রহমান তার হাতে দায়িত্বভার তুলে দেন।
নবাগত ওসি মোঃ মাসুক আলী বলেন, মাদকসহ বিভিন্ন অপরাধীর বিরুদ্ধে তার জিরো টলারেন্স ঘোষণা।
তিনি হবিগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ’র নেতৃত্বে হবিগঞ্জ থানা থেকে মাদক ব্যবসা, সেবন, গান-বাজনাসহ নানা অপরাধমূলক কর্মকান্ড উৎখাত করতে তিনি নিরলস ভাবে কাজ করে যাবেন। তিনি এ কাজে সহযোগিতা করার জন্য সাংবাদিক ও জনপ্রতিনিধিসহ সকলের সহযোগিতা কামনা করেন। এর আগে তিনি বাহুবল মডেল থানায় সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন।