বুধবার, ১৪ মে ২০২৫, ১২:৩৭ পূর্বাহ্ন
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল মডেল থানায় নবাগত অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ কামরুজ্জামান।
শুক্রবার (৫ জুলাই) বিকালে বিদায়ী ওসি মোঃ মাসুক আলীর কাছ থেকে তিনি দায়িত্ব গ্রহণ করেন।
ওসি মোহাম্মদ কামরুজ্জামান সর্বশেষ মাধবপুর থানায় ইন্সপেক্টর (তদন্ত) দায়িত্ব পালন করেছেন।
তিনি আদমজী হাই স্কুল থেকে এসএসসি, সরকারী সোহরাওয়ার্দী কলেজ থেকে এইচএসসি ও কবি নজরুল ইসলাম কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ২০০১ সালে তিনি সাব-ইন্সপেক্টর পদে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করে ২০১২ সালে ইন্সপেক্টর পদে পদোন্নতি লাভ করেন।
তিনি মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার হোসেনদী গ্রামের একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক।