মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৯:০১ অপরাহ্ন
করাঙ্গীনিউজ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭ এর ফাইনাল খেলায় শায়েস্তাগঞ্জ সদর ইউনিয়নকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে শায়েস্তাগঞ্জ পৌরসভা। টুনার্মেন্টে সেরা খেলোয়ার নির্বাচিত হয়েছেন পৌরসভা টিমের অধিনায়ক মোঃ রাজু।
উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার বিকাল ৫টায় শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
শায়েস্তাগঞ্জ পৌরসভার টিম হলুদ-নীল রঙ মেশানো জার্সি পরিহিত খেলোয়াড়রা শুরু থেকেই টানটান উত্তেজনায় মাঠ দাফিয়ে বেড়ায়। শেষ পর্যন্ত খেলার প্রথমার্ধেই গোলের দেখা পায় পৌরসভার টিম।
২৩ মিনিটের মাথায় প্রতিপক্ষের ডি-বক্সের বাহির থেকে দলের প্রাণভ্রমরা রাজু ফ্রি কিক করে বল পাঠিয়ে দেন জালে। ফলে ১-০ গোলে শেষ হয় প্রথমার্ধের খেলা ।
দ্বিতীয়ার্ধে শায়েস্তাগঞ্জ ইউনিয়ন টিম গোল পরিশোধ করতে মরিয়া হয়ে উঠে। তাদের একাধিক গোলের শট লক্ষ্যব্রষ্ট হয়। অবশেষে এক (০১) গোল হজম করে মাঠ ছাড়ে শায়েস্তাগঞ্জ ইউনিয়ন টিম। খেলায় বিচারকদের সিদ্ধান্ত অনুযায়ী টুনামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন চ্যাম্পিয়ন টিমের অধিনায়ক মোঃ রাজু এবং ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন শায়েস্তাগঞ্জ ইউনিয়ন টিমের গোলরক্ষক রায়হান।
পরে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিনহাজুল ইসলাম। বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশীদ তালুকদার ইকবাল, পৌরসভা মেয়র মোঃ ফরিদ আহমেদ অলি, ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান এমরান, ইউপি চেয়ারম্যান বুলবুল খান, জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহ সরদারসহ আরো অনেকেই।