মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৫:৩৪ অপরাহ্ন
আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া ): নাসিরনগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ-১৭) বালক ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে নাসিরনগর সরকারি কলেজ মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কীয় সংসদীয় স্হায়ী কমিটির সদস্য বিএম ফরহাদ হোসেন সংগ্রাম এমপি।
এসময় অন্যান্যের মধ্যে উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ, উপজেলা নিবার্হী কর্মকর্তা হালিমা খাতুন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,ওসি এটিএম আরিচুল হক,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চন্দন কুমার পোদ্দার,উপজেলা মৎস্য কর্মকর্তা শুভ্র সরকার,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজাহারুল ইসলাম ভুইয়াসহ সরকারি কর্মকর্তা,স্থানীয় জনপ্রিতনিধি,আওয়ামীলীগের দলীয় নেতৃবৃন্দসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ফাইনাল খেলায় নাসিরনগর সদর ইউনিয়ন ট্রাইব্রেকারে গুনিয়াউক ইউনিয়নকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।