বুধবার, ১৪ মে ২০২৫, ১২:১৯ পূর্বাহ্ন
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল মডেল থানার চৌকস অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাসুক আলীকে বদলী জনিত বিশাল সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃস্পতিবার রাতে ৮টায় বাহুবল মডেল থানার আয়োজনে থানা প্রাঙ্গণে উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
বাহুবল মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আলমগীর হোসেনের সভাপতিত্বে ও সাব ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাহুবল সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী।
বিদায় সংবর্ধনা অনুষ্টানটি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আয়োজন করা হলেও সেটা রুপ নেয় পুলিশ জনসাধারনের অনুষ্ঠানে।
সেখানে পুলিশ প্রশাসনের অফিসার ছাড়াও উপস্থিত হয়েছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুন নূর মানিক, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আসকার আলী, সাধারণ সম্পাদক মোঃ মুদ্দত আলী, ইউপি চেয়ারম্যান শাহ আব্দাল মিয়া, হাবিবুর রহমান টেনু, সাইফুদ্দিন লিয়াকত, কামরুজ্জামান বশির, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইয়াকুত মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ডা. আবুল হোসেন, ডেপুটি কমান্ডার মোঃ নূর মিয়া, জেলা পরিষদের সদস্য আলাউর রহমান সাহেদ, সাব ইন্সপেক্টর জহিরুল ইসলাম, পুটিজুরী তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর মোবাশ্বির হোসেন, নবীগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) গোলাম দন্তগীর, এএসআই রিয়াদ, কনস্টেবল আব্দুল্লাহ প্রমুখ।
প্রসঙ্গত, গত ৩ জুলাই বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলীকে হবিগঞ্জ সদর থানায় বদলী করা হয়।