বুধবার, ১৪ মে ২০২৫, ১২:০৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জে কথাকাটাকাটির জের ধরে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদের মাঝে ৭ জনকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। তাৎক্ষণিক স্থানীয়দের হস্তক্ষেপে সংঘর্ষ নিয়ন্ত্রণে আসে।
বৃহস্পতিবার সকালে সদর উপজেলার লস্করপুর গ্রামের শফিক মিয়ার সাথে একই গ্রামের তুলাব আলীর কথাকাটাকাটি হয়।
এ নিয়ে তাদের মাঝে বিরোধ দেখা দিলে তারা উভয়েই উত্তেজিত হয়ে উঠেন। এক পর্যায়ে উক্ত বিরোধের জের ধরে বৃহস্পতিবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে নারীসহ ২০ জন আহত হন।
গুরুতর আহত অবস্থায় মখলোছ মিয়া (৫০), আক্তার মিয়া (১৯), আল আমিন (২০), তুলাব আলী (৫৫), শফিক মিয়া (৩০), আঙ্গুলা বেগম (৫০) ও মাফিয়া বেগমকে (৫০) সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।