বুধবার, ১৪ মে ২০২৫, ১২:১১ পূর্বাহ্ন
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের কৃতি সন্তান শিক্ষাবিদ মেসবা উল বার চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ………রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০২ বছর।
বহস্পতিবার (৪ জুলাই) ভোর রাতে ঢাকায় একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
জনপ্রশাসন মন্ত্রনালয়ের সাবেক সচিব আনোয়ারুল বার চৌধুরী মরহুমের বড় ছেলে। তিনি জানান- তার বাবা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রকল্প পরিচালক, জালালাবাদ শিক্ষা ট্রাষ্টের সাবেক প্রধান উপদেষ্টা ছিলেন। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন।
মরহুমের পরিবার সূত্র জানায়- মেসবা উল বার চৌধুরীর ১ম জানাযা আজ বাদ জোহর গুলশান আজাদ মসজিদ প্রাঙ্গণে ও বাদ মাগরিব গ্রামের বাড়ীতে দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে হবে।
মৃত্যুকালে ৩ ছেলে, ২ কন্যাসহ অসংখ্য আত্মীস্বজন গুণগ্রাহী রেখে গেছেন।