মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৯:০০ অপরাহ্ন
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার নব-নির্বাচিত ৫নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আরজু মিয়াকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
ঊুধবার সন্ধ্যায় পৌর শহরের মধ্যবাজার কার্যালয়ে সিএনজি মালিক-শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে এ সংবর্ধনা প্রদান করা হয়।
এ উপলক্ষে আলোচনা সভায় সিএনজি মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি আলহাজ্ব আব্দুল কাদির সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান সেলিমের পরিচালনায় এতে বক্তব্য রাখেন-চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব কামরুল ইসলাম, সিএনজি মালিক সমিতির সভাপতি সেলিম চৌধুরী, সিএনিজ শ্রমিক সেক্রেটারী আঃ হাই, সহ-সভাপতি দুলাল মিয়া, যুগ্ন-সম্পাদক আঃ ছালাম, আমির হোসেন, সাংগঠনিক সম্পাদক জমরুত মিয়া, অর্থ সম্পাদক মিহির পাল, সহ-অর্থ সম্পাদক জিতু মিয়া, প্রচার সম্পাদক শমছু মিয়া, দপ্তর সম্পাদক ইমান আলী, কার্যনির্বাহী সদস্য সাজিদ মিয়া, লাইন ম্যানাজার জয়নাল মিয়া, লাইন ম্যান নাজমুল ইসলাম, ,শাহজাহান সহ আরও অনেকেই।
উল্লেখ্য, চুনারুঘাট পৌর সভার ৫নং ওয়ার্ডে উপ নির্বাচনে আরজু মিয়া কাউন্সিলর পদে নির্বাচিত হন। এছাড়াও তিনি সিএনজি শ্রমিক সমিতির সদস্য।