কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় আন্তনগর পাহাড়িকা ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন কাজল চন্দ্র কর (৪৫) নামে এক ব্যবসায়ী।
শুক্রবার (২৬ মার্চ) দুপুর ১২টায় আখাউড়া-সিলেট সেকশনের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ রেলস্টেশনসংলগ্ন রেললাইনে এ ঘটনা ঘটে।
কমলগঞ্জ পৌরসভাধীন ৭ নম্বর ওয়ার্ডের ধানসিঁড়ি এলাকার মৃত জুগেশ চন্দ্র করের ছেলে কাজল কর। এলাকাবাসী ধারণা, পারিবারিক কলহের কারণে আত্মহত্যা করেছেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে কাজল কর ভানুগাছ স্টেশনের পশ্চিম দিকের প্লাটফর্ম থেকে রেললাইনে ওঠানামা করছিলেন। এক পর্যায়ে সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস ভানুগাছ স্টেশন অতিক্রম করার সময় ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে তার শরীর ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায়।
এলাকাবাসী রেলওয়ে পুলিশকে খবর দিলে দুপুর ১টায় শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশ নিহত কাজল করের মরদেহ উদ্ধার করে।
শ্রীমঙ্গল জিআরপি থানার কর্মকর্তা আলমগীর হোসেন জানান, মরদেহ উদ্ধার করেমৌলভীবাজার মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে অপমৃত্যু মামলা হয়েছে। ভানুগাছ স্টেশন মাস্টার কবির আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।