বুধবার, ১৪ মে ২০২৫, ০৭:০০ অপরাহ্ন
কমলগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে কমলগঞ্জ উপজেলার ছলিমগঞ্জের শ্রীনাথপুরস্থ মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চবিদ্যালয়ে বিদ্যালয়ে বিভিন্ন কর্মসুচির মধ্যে দিয়ে দিবসটি পালিত হয়েছে। পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, চিত্রাঙ্গন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি নুরুজ্জামান চৌধুরী রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আহমদ সিরাজ।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি পিন্টু দেবনাথ, সংবাদকর্মী মো. মোনায়েম খান, সমাজকর্মী রাসেল হাসান বক্ত, শিক্ষক রাজিব হাসানসহ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।