বুধবার, ১৪ মে ২০২৫, ০৬:৪৯ অপরাহ্ন
পিন্টু দেবনাথ, কমলগঞ্জ (মৌলভীবাজার):
মৌলভীবাজারের কমলগঞ্জে সিএনজিচালিত অটোরিকশা চালক জলিল মিয়ার হত্যার
আসামীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবীতে উপজেলা ব্যাপী ৬ ঘন্টা পরিবহন ধর্মঘট
পালন ও বিশাল বিক্ষোভ সমাবেশ করেছে চালক শ্রমিকরা।
মৌলভীবাজার পরিবহন শ্রমিক ইউনিয়নের আহবানে ডাকা ধর্মঘট ও সমাবেশ সফল করতে সকালে বিভিন্ন ষ্ট্যান্ড হতে সিএনজি চালকরা মিছিলসহকারে জড়ো হয় ভানুগাছ চৌমুহনী চত্বরে। হাজারো শ্রমিকের অংশ গ্রহনে বিচার চাই বিচার চাই শ্লোগানে মুখরিত হয়ে উঠে বিভিন্ন
প্রধান সড়ক ও চৌমুহনী পয়েন্ট।
সোমবার (২২মার্চ) সকাল থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত পৌর এলাকার ভানুগাছ চৌমুহনীতে এ সমাবেশের আয়োজন করে সিএনজিচালিত অটোরিকশা চালক শ্রমিকরা।
শ্রমিকদের সমাবেশ চলাকালে পরিস্থিতি নিয়ন্ত্রয়নে রাখতে পুলিশ অতিরিক্ত ফোর্সসহ উপজেলা সহকারী কমিশনার ভুমির নাসরিন চৌধুরীর নেতৃত্বে শ্রীমঙ্গল সড়কে বিপুল সংখ্যক পুলিশ সদস্যরা অবস্থান নেয়। অপর দিকে শ্রমিক সংগঠনগুলোর ডাকা ধর্মঘটে চরম দুর্ভোগ পড়ে কমলগঞ্জবাসী। সিএনজিসহ কোন ধরনের পরিবহন চলাচল করতে দেয়নি শ্রমিকরা। বিভিন্ন এলাকায় শ্রমিকরা সড়কে অবস্থান নেয়। এতে ছোটবড় কোন ধরনে পরিবহন গাড়ি চলাচল করতে না পারায় মানুষজন বিকল্প ব্যবস্থায় যাতায়াত করতে হয়। দুপুর ২টায় যান চলাচল স্বাভাবিক হয় কমলগঞ্জে।
চৌমুহনী পয়েন্টে অনুষ্টিত বিক্ষোভ সমাবেশে মৌলভীবাজার জেলা শ্রমিক ইউনিয়নের
সভাপতি মো. পাবেল আহমদের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের
সাংগঠনিক সম্পাদক ও জেলা শ্রমিক পরিবহনের সাধারন সম্পাদক আজিজুল হক সেলিম,
নিহত জলিলের বাবা মো. ইদ্রিস মিয়া, কমলগঞ্জ পৌর মেয়র মো. জুয়েল আহমেদসহ
মৌলভীবাজার জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।